প্রসেনজিতের চারটে বিয়ে বললেন অভিনেতা দেব! শেষমেষ প্রসেনজিতের বিয়ের টপিক নিয়ে খোঁটা দিলেন দেব! রেগে গেলেন প্রসেনজিৎ?
কাছের মানুষ ছবিতে একসাথে অভিনয় করেছেন দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবির শুটিং ও শেষ এবং ট্রেলারও আউট হয়ে গেছে। সম্প্রতি দেখা যায় একটি ভিডিওতে দেব এসে প্রসেনজিৎ কে বলেন দাদা দাদা একটা দরকার আছে। তখন প্রসেনজিৎ বলে আবার কি দরকার? ছবির শুটিং তো শেষ ট্রেলারও লঞ্চ করে গেছে!
তখন দেব বলে দাদা, স্ট্যান্ড আপ কমেডি করতে হবে। প্রসেনজিৎ বলে দেখ আমার পক্ষে স্ট্যান্ড আপ কমেডি করা সম্ভব নয়। তার থেকে বরং সিড ডাউন কমেডি করতে বল সেটা আমি পারি।
এরপর দেব বলে, আরে তুমি বুঝতে পারছ না দাদা মানুষকে নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে এমন কিছু বলতে হবে যেটা শুনে মানুষ হাসবে। তখন প্রসেনজিৎ বলে আমি তো বুঝতে পারছি না আমার পার্সোনাল লাইফে এমন কি আছে যেটা শুনলে মানুষ হাসবে!
এরপর দেব বলে, বারে তোমার পার্সোনাল লাইফে নেই তোমার চারটে বিয়ে! প্রসেনজিৎ তখন গুনে বলে, ধুর চারটে বিয়ে কোথায় আমার তো তিনটে বিয়ে। দেব বলে, এইটাই তো দাদা এই কথাগুলো শুনলেই লোকে হাসবে। প্রসেনজিৎ তখন অবাক হয়ে যায়। এরপর দেখা যায় দেবের কথা শুনে প্রসেনজিৎ রাজি হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি করতে।
View this post on Instagram