টলিউড

দেবের কেরিয়ার শেষ!এত বড় অভিনেত্রীকে আন ফলো করার পর ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবে তো দেব?-ট্রোলিং চলছে সমান তালে!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ করতে করতে বড় পর্দায় সুযোগ পেয়ে যান মিঠাই খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। বড় পর্দায় দেবের বিপরীতে চান্স পান তিনি, প্রধান ছবিতে দেবের স্ত্রীর ভূমিকায় তার অভিনয়, তার চরিত্রের নাম রুমি।

যদিও প্রধান ছবিটির গল্প লাভ স্টোরি না হ‌ওয়ায় ছবিতে সৌমিতৃষার স্ক্রিন টাইম অল্প,তবুও মিঠাই ভক্তরা এতেই বেশ খুশি। বড়দিনে এই ছবি রিলিজ করবার পর থেকেই মিঠাই ভক্তদের মধ্যে খুশির হাওয়া বয়ে গিয়েছিলো। তবে এরই মধ্যে মিঠাই খ্যাত সৌমিতৃষাকে নিয়ে নানান রকম ট্রোলিং শুরু হয়েছে‌।

আরও পড়ুন : উৎসব মেহেন্দিকে শাস্তি দিতে ফিরছে জগদ্ধাত্রী! কৌশিকীর চেয়ারে বসার আনন্দ মাটি হয়ে গেল মেহেন্দির

মিঠাই রিলিজ করার পর থেকেই সৌমিতৃষা নাকি অহংকারী হয়ে গিয়েছেন! মিঠাই করার সময় যারা তার বন্ধু ছিল তাদেরকে আনফলো করতে শুরু করেছেন, এই নিয়ে প্রচুর সমালোচনা হয়, সৌমিতৃষাকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, এটা একটা খুবই সাধারণ ব্যাপার, এটা নিয়ে নিউজ কী করে হলো?

বাবা এত ফেমাস আমি! এরপর তিনি আরো জানান যে, স্ক্রিন প্লেস কম ছিলো তাই আনফলো করার সিদ্ধান্ত – এর ঠিক পরেই দেব সৌমিতৃষা কুন্ডুকে আনফলো করেন।

দেব প্রধান শেষ হওয়ার সাথে সাথে সৌমিকে আনফলো করেছেন এ বিষয়টা নিয়ে শুরু হয় নতুন করে ট্রোলিং।
সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“এতবড় অভিনেত্রীকে unfollow করে দিলো দেব..
দেব কি এবার কাজ পাবে? ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবে তো দেব
বেচারা দেবের জন্য খারাপ লাগছে এবার মনে হয় তার ছুটির ঘন্টা বাজলো”

আরও পড়ুন : টিআরপি টপার হলনা জগদ্ধাত্রী! কোথায় রইল নিম ফুলের মধু? শ্বেতা-রনজয় জুটির বাজিমাত

আরেকজন লিখেছেন যে,“মনে হচ্ছে ভুল করে হাতের চাপ লেগে হয়ে গেছে
মানে unfollow আর কি

এত বড়
মানে এত বড় অভিনেএী তাকে unfollow

দেবের career শেষ।যা দেবের hit হয়ে গেছে।
এখন এত বড় মাপের সৌমি দিকে না নিলে flop হবে।”

Back to top button

Ad Blocker Detected!

Refresh