টলিউড

রুক্মিণীর পরনে লাল বেনারসি, সিঁথিতে সিঁদুর, ধুতি-টোপর পরে ছাদনা তলায় দেব! বিয়ের ছবি শেয়ার করলেন রুক্মিণী মৈত্র! অবশেষে দেব-রুক্মিণী ছাদনাতলায়

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দেবের সঙ্গে বিয়ের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ছবিতে অভিনেত্রীর পরনে ছিল লাল টুকটুকে বেনারসি, সিঁথি ভরা সিঁদুর গা ভর্তি সোনার গয়না। একেবারে বাঙালি কনের সাজেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এ ধরা দিয়েছেন অভিনেত্রী। একমাস আগেই মুক্তি পেয়েছে দেব এবং রুক্মিণী অভিনীত সিনেমা কিশমিশ। সেই ছবির কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। আসলে রুক্মিণী র শেয়ার করা ছবি গুলি কিশমিশ ছবির মুহূর্ত। ছবিতে দেব কে বাঙালি বর এর সাঁজে দেখা গিয়েছে।

গত একমাস ধরে সিনেমা হলে হইহই করে চলেছে দেব এবং রুক্মিণী অভিনীত কিশমিশ আজ তারজন্যে রুক্মিণী র এই বিশেষ পোস্ট। দর্শকের থেকে অসংখ্য ভালোবাসা পেয়েছে এই ছবি। প্রায় প্রতিদিনই হল হাউসফুল ছিল। ছবিগুলি পোস্ট করে রুক্মিণী ক্যাপশনে লিখেছেন ‘টিনটিন আর রোহিনীর স্বপ্ন পূরণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুভ একমাস উদযাপন ল্যাদেশ্বর। ‘কিশমিশ’ সফলভাবে প্রেক্ষাগৃহে চলছে।’

আসলে দর্শক রিয়েল লাইফ এর জুটি রিল লাইফে দেখে ভালোবাসা উজাড় করে দিয়েছে। শুধুমাত্র কিশমিশ নয় এর আগেও দেব এবং রুক্মিণীর অনেক ছবি একসাথে করেছে। আর সেগুলোই বেশ হিট করেছে। ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’ ছবিতে একসাথে দেখা গেছে তাদের। তবে দেব এবং রুক্মিণীর ফ্যানদের একটাই প্রশ্ন বাস্তব জীবনে কবে তারা সাত পাঁকে বাঁধা পড়বে?

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra)

Back to top button

Ad Blocker Detected!

Refresh