টলিউড

কবিগুরুকে প্রণাম জানানোর নামে শুধুই শরীর দেখিয়ে নিজের প্রচার! এমনই কটূক্তির সম্মুখীন অভিনেত্রী দর্শনা বণিক

ফের সামাজিক কটূক্তির সম্মুখীন হতে হলো অভিনেত্রী দর্শনা বণিককে। সামাজিক মাধ্যম জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই প্রত্যেকদিন নায়ক নায়িকারা কোনো না কোন নেটিজেনের রোষের শিকার হন।

এর আগে সামাজিক মাধ্যমে কটূক্তির সম্মুখীন হয়ে মুখ খুলে ছিলেন অভিনেত্রী এনা সাহা, অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং আরো অনেকে। সামাজিক মাধ্যমে কটূক্তির সম্মুখীন হয়ে অভিনেত্রী সুদীপা বলেছিলেন,”সৌজন্যতা, ভদ্রতা যেটা বাঙালির গর্ব সেটাই হারিয়ে যাচ্ছে।”

২২ শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গানের সাথে নেচে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। এদিন অভিনেত্রী পরনে ছিল হলুদ রঙের পিঠখোলা স্লিভলেস ব্লাউজ এবং হলুদ রংয়ের একটি ঢাকাই শাড়ি। নেপথ্যে বাজছিল “আমার মন মানে না, দিন রজনী।” সঙ্গে ছিল হালকা মেকআপ। চোখের ডিপ কাজল, হাতে চুরি, খোপায় একগুচ্ছ জুঁই ফুলের মালা, কপালে কালো রঙের ছোট টিপ। ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন,”কবিগুরুর স্মরণে আমার শ্রদ্ধার্ঘ্য।”

নেটিজেনদের আপত্তি তার পিঠ খোলা স্লিভলেস ব্লাউজ নিয়ে। কিছু কিছু নেটিজেন এর বক্তব্য, “উদ্দেশ্যটা কি! রবি ঠাকুরকে শ্রদ্ধা জানানো নাকি ওরকম পিঠখোলা ব্লাউজ পড়ে শরীর দেখিয়ে নিজের প্রচার?” আবার কোন কোন নেটিজেন এর বক্তব্য,”এটা নিজের শরীর দেখানো ছাড়া আর কিছুই নয়।”

তবে এখানেই শেষ নয় তার নাচের তালে ছন্দে ভঙ্গিমায় অনেক মেডিসিন খুঁজে পেয়েছেন একাধিক ভুল। সেই ভুলগুলো নিয়েও কটুক্তি করতে ভুলে যাননি তারা। এছাড়াও এক নেটিজেন তাকে শিখিয়েছেন কবিগুরু কে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য ঠিক কী রকম পোশাক পরা উচিত। একজন লিখেছেন,”নিজের কাজে মন দিন।”

বেশ কয়েক বছর ধরেই চুটিয়ে মডেলিং করার পরে বড় পর্দায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ‘আসছে আবার শবর’, ‘ব্যোমকেশ’, ‘মুখোমুখি’-র মত অনেক সিনেমা করার পরে কিছুদিন আগেই অভিনেতা অর্জুন চক্রবর্তীর সাথে একটি মিউজিক ‘ মাঝে মাঝে তব দেখা পাই ‘ ভিডিওতে অভিনয় করেন।

 

View this post on Instagram

 

A post shared by Darshana Banik (@darshanabanik)

Back to top button

Ad Blocker Detected!

Refresh