টলিউড

প্রয়াত পল্লবী দের প্রেমিক সাগ্নিক আসলে বিবাহিত! পাশাপাশি অভিনেত্রীকে মারধরের অভিযোগ তার বিরুদ্ধে! পল্লবী-মৃত্যু রহস্যে ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য

একাধিক বাংলা ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠতে সক্ষম হয়েছিলেন পল্লবী দে। বর্তমানে কালার্স বাংলার একটি ধারাবাহিকে কাজ করতে দেখা যাচ্ছিল তাকে। তবে আচমকাই রবিবার অভিনেত্রীর অকাল প্রয়াণের খবর শুনে হতবাক হয়ে যেতে দেখা যায় তার অনুগামীদের। বলাই বাহুল্য রবিবার তার ঝুলন্ত দেহ উদ্ধারের খবর বিশ্বাস করতে পারেননি অনেকেই। তবে অভিনেত্রীর মৃত্যুর পরেই পুলিশের জিজ্ঞাসাবাদে সম্মুখীন হয়েছিলেন তার প্রেমিক তথা লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী।

যদিও ময়নাতদন্তে খুনের তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়েছে, তবে প্রয়াত অভিনেত্রীর বাবা নীলু দে ফাঁস করেছেন একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে অভিনেত্রীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী আসলে বিবাহিত এবং বিবাহবিচ্ছেদ না করেই অভিনেত্রীর সঙ্গে একসঙ্গে থাকছিলেন তিনি। পাশাপাশি পল্লবী ফ্ল্যাটে না থাকলেই সেখানে অন্য মহিলার আনাগোনা হতো, এমন দাবিও করেছেন মৃত অভিনেত্রীর পরিবার।

যদিও গোটা বিষয়টি উড়িয়ে দিয়েছেন প্রেমিক সাগ্নিক চক্রবর্তী। তবে এখানেই থামছেন না পল্লবী পরিবারের আপনজনেরা। তারা জানিয়েছেন তাদের সামনে অভিনেত্রীর গায়ে হাত তুলেছেন সাগ্নিক। তবে আজ জিজ্ঞাসাবাদের পর পুলিশের তরফ থেকে সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তবে পল্লবীর পরিবার জানিয়েছেন বিষয়টি নিয়ে আরো তদন্তের দাবি তুলবেন তারা

Back to top button

Ad Blocker Detected!

Refresh