টলিউড

বিয়ের পিঁড়িতে কোয়েল মল্লিকের ভাই! কোয়েলের থেকেও বেশি সুন্দর পাত্রী, দাবি নেটিজেনদের, রইলো পাত্রীর ফটো অ্যালবাম

রঞ্জিত মল্লিকের বাড়ির পুজো মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয় তা নিয়ে কোন সন্দেহ নেই। এবার পুজোর আগেই মল্লিক বাড়িতে বাজতে চলেছে বিয়ের সানাই। কোয়েল মল্লিকের খুড়তুতো ভাইয়ের বিয়ে পুজোর আগেই। রঞ্জিত মল্লিকের ভাইপো দেবজয় মল্লিকের বিয়েতে করা হচ্ছে এলাহী আয়োজন। মল্লিক বাড়ির ছেলে তার বিয়েতে একটু এলাহী আয়োজন না হলে চলে!

দেবজয় মল্লিকের হবু স্ত্রীয়ের নাম রূপশ্রী চক্রবর্তী। ম্যাট্রিমনিয়াল সাইট থেকেই প্রেম তাদের। এবার বিয়ের পথে পা বাড়িয়েছেন দেবজয়-রুপশ্রী। তবে তাদের কথা থেকেই জানা গিয়েছে কলেজ জীবন থেকেই তারা দুজন দুজনকে চিনতেন। দেবজয় মল্লিক অভিনয় জগৎ-এর সঙ্গে যুক্ত রয়েছেন।

বর্তমানে জি বাংলার ‘সর্বজয়া’ ধারাবাহিকে ‘মনোসিজ’-এর চরিত্রে অভিনয় করতে দেখা যায় দেবজয়কে। তার হবু স্ত্রী রূপশ্রী চক্রবর্তী পেশায় একজন নিউট্রিশনাল কনসালটেন্ট। ম্যাট্রিমনিয়াল সাইটেই দেবজয়কে দেখে পছন্দ করেছিলেন রুপশ্রীর বাবা।

জানা গেছে, পুজোর আগে একেবারে বাংলা রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দেবজয় মল্লিক ও রূপশ্রী চক্রবর্তী। আগামী ৮-ই অক্টোবর গোলপার্কের বিয়ের পিঁড়িতে বসবেন দুজনে। ১০-ই অক্টোবর চারু মার্কেটে, মল্লিক বাড়িতেই বৌভাতের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেই জানা গিয়েছে। বিয়েতে বাড়ির সকলে একেবারে সাবেকি ভাবেই সাজগোজ করবেন। বাড়ির সমস্ত পুরুষ সদস্যরা ধুতি-পাঞ্জাবি পড়বেন এবং মহিলারা সকলে শাড়ি পরবেন।

সাবেকি সাজের সাথে সাথে খাবারের মেনুও হবে একেবারে বাঙালি মতে। দেবজয় মল্লিক মাছ খেতে ভালোবাসেন বলে মাছের তৈরি বিভিন্ন প্রিপারেশন থাকবে মেনুতে। বিয়ের আগে দেবজয়ের হবু স্ত্রীয়ের একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেখানে তিনি বলেছেন, “দেবজয় আমার বেস্ট হাফ।

আমরা একে অপরের সবথেকে ভালো বন্ধু। সবসময় যেকোনও পরিস্থিতিতে দেবজয়কে পাশে পেয়েছি। শুধু দেবজয় নয়, বাড়ির সকলের সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক। শ্বশুর শাশুড়ি আমার নিজের বাবা-মার মতোই। আমার ননদ কোয়েলদি। ওঁর সঙ্গেও বেশ ভালো সম্পর্ক। গল্ফ ক্লাব রোডের বাড়িতে যাওয়া আসা হয়, মল্লিক বাড়ির পুজোয় এবং নানা পার্টিতে দেখা হয়।” গোটা মল্লিক বাড়ি জুড়ে উৎসবের মরসুম শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।

Back to top button

Ad Blocker Detected!

Refresh