মিমির মত ‘সেক্সি কালি বিল্লি’ হতে চান! তাহলে খসাতে হবে মাত্র কটা টাকা, তাহলে এই ক্রপ টপ আর প্যান্টের মালিক হবেন আপনিও
মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)র নতুন লুক দেখে সম্প্রতি এক বক্তব্য মন্তব্য করেছেন ‘সেক্সি কালি বিল্লি’। নিঃসন্দেহে অভিনেত্রীকে এই পোশাকে সেক্সি লাগছিল। কালো কোওর্ড পোশাকে কার জুতো উত্তেজনার পারদ চড়ালেন তৃণমূল সাংসদ। একেবারে ঝলসে দিলেন নিজের রূপে। যা দেখে চোখ ফেরাতে পারছেন না তার ভক্ত রাই।
একেবারে ছিমছাম ভাবেই হাজির হয়েছেন মিমি। চুল খোলা রেখেছেন। হাতে গয়নার লেস মাত্র নেই। মেকআপ নুড। শুধু কনে রয়েছে দুল। কালো পোশাক টিমাপ করেছেন নীল রঙের ওয়েজেস দিয়ে।
অভিনেত্রীর এই ক্রপটপের একটু লোকাট। স্ট্রাপি স্লিভ। আর কাল পোশাকের ওপর ফুটে রয়েছে সাদা সুতোর হোয়াইটলাইন কাজ। ট্রাউজারেও রয়েছে একই ধরনের ডিজাইন। পোশাক টি বডি হ্যাগিং হওয়ায় শরীরের প্রত্যেকটি অংশ ফুটে উঠেছে সুন্দর ভাবে।
তবে মিমির এই জামা পড়তে পারেন আপনিও। অভিনেত্রী সেজেছেন বিখ্যাত পোশাক বিপণন Dagdig-র কালেকশনে। তবে এই পোশাকের সঙ্গে রয়েছে একটি জ্যাকেট। পোশাকটি আসলেই থ্রি পিস সেট।
আর আপনিও যদি মিমির মতো এই লোক পেতে চান তাহলে আপনাকে খোসাতে হবে মাত্র ১৬ হাজার টাকা। তাহলেই আপনিও হয়ে উঠবেন ‘সেক্সি কালি বিল্লি’। ট্রাই করবেন নাকি?
View this post on Instagram