এটা যেন আমাদের শেষ নিজস্বী না হয়! ঈশ্বরের কাছে কাতর আর্তি অভিনেত্রী পূজা ব্যানার্জির, অনবরত কেঁদে চলেছেন তিনি! কার উদ্দেশ্যে এমন কাতর আর্তি তার?
মন ভালো নেই পূজা বন্দ্যোপাধ্যায়ের(Puja Banerjee)। তার সোশ্যাল মিডিয়া(Social Media)র পাতায় চোখ রাখলেই বোঝা যাচ্ছে একেবারেই ঠিক নেই তিনি। আসলে অভিনেত্রীর বাবা ভালো নেই। গুরুতর অসুস্থ তিনি। ইনস্টাগ্রামে(Instagram) নিজের মা-বাবার সঙ্গে একটি ছবি দিয়ে সেই কথাই জানালেন অনুরাগীদের উদ্দেশ্যে।
তবে অভিনেত্রীর বাবার কি হয়েছে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে এটুকু বেশ বোঝা গিয়েছে তার পরিবার এবং তিনি আপাতত বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। নিজের বাবার উদ্দেশ্যে পূজা লিখেছেন,’ ঈশ্বর এই নিজস্বীটা যেন আমাদের শেষ ছবি না হয়। আমি চাই আমার বাবা আরো কিছু বছর থাকুক। যে যাতে তার নাতিকে স্কুলে নিয়ে যেতে পারে। আমি তাকে বকলে আমাকে বকে দিতে পারে। আমার কোন অভিযোগ নেই বাবা। তোমার মত সাহসী কাউকে দেখিনি। তুমি সারা জীবন আমাকে অনুপ্রেরণা দিয়েছ। তাহলে এখন কেন হার মানছো?’
পাশাপাশি নিজের বাবার উদ্দেশ্যে তিনি আরো লেখেন,’ তুমি আমার চোখের জল সহ্য করতে পারো না। প্লিজ চলে এসো বাবা। আমার চোখের জল মুছিয়ে দাও’।
টেলিভিশন পর্দার অত্যন্ত পরিচিত মুখ পূজা বন্দ্যোপাধ্যায়। বাংলা ছবির পাশাপাশি হিন্দি জগতেও ব্যাপক খ্যাতি রয়েছে তার। বিশেষ করে ‘দেব কি দেব মহাদেব’ ধারাবাহিকে পার্বতীর চরিত্রে দেখা গিয়েছিল তাকে। বাংলায় দেবের অভিনেত্রী হিসেবে দেখা গিয়েছে চ্যালেঞ্জ টু ছবিতে। তবে দীর্ঘদিন টলিউডে কাজ না করলেও টলিউডের সঙ্গে তার সম্পর্ক মুছে যায়নি। সম্প্রতি প্রজাপতির সাকসেস পার্টিতে দেখা গিয়েছে তাকে।
View this post on Instagram