টলিউড

‘৫৪টা ভিডিও বানিয়ে ইউটিউব থেকে পেয়েছি মাত্র ২৫০০ টাকা’! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ রূপঙ্করের, জানালেন কাজ পাচ্ছেন না, হাতে নেই টাকাও

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম একজন জনপ্রিয় গায়ক হলেন রূপঙ্কর বাগচী। নিজের লেখা গান এবং সুর দিয়ে দর্শকদের মন একাধিকবার জয় করে নিতে দেখা গিয়েছে তাকে। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে জানালেন বিগত তিন বছর ধরে তার হাতে নেই কোন নতুন কাজ। পাশাপাশি তিনি কোনো নতুন গান তৈরি করলেও মানুষ তা শোনেন না, এমনটাই অভিযোগ রূপঙ্করের।

গায়ক জানিয়েছেন নিজের পারিশ্রমিক বাদ দিয়ে প্রায় ৫ লক্ষ টাকা খরচা করে তিনি ভিডিও বানিয়ে তা ইউটিউবে আপলোড করেছিলেন অনুগামীদের জন্য। কিন্তু ৫৪টা ভিডিও বানিয়ে শেষ পর্যন্ত তাঁর ইউটিউব থেকে উপার্জন হয়েছেন মাত্র আড়াই হাজার টাকা। পাশাপাশি 2019 সালে ‘উমা’ সিনেমার পর আর কোন সিনেমার কাজ হাতে পাননি বলে অভিযোগ জানিয়েছেন তিনি। জানিয়েছেন এখনো শো করতে গেলে লোকে তার পুরনো গান শুনতে চায়। কিন্তু তিনি নতুন গান বানালে শ্রোতারা তা শুনতে চাননা।

গায়ক আরও জানিয়েছেন তিনি পারতপক্ষে কোন পার্টিতে যান না। পাশাপাশি জনসংযোগের ব্যাপারেও তিনি তেমন পটু নন। যে কারণে আরো বেশি সংখ্যক মানুষের কাছে তিনি তার গান পৌঁছাতে পারছেন না। বলাইবাহুল্য তার এই অভিযোগে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Back to top button

Ad Blocker Detected!

Refresh