টলিউড

সুপারস্টার হয়েও নেই কোনো অহংকার! পাঁচতারা হোটেল নয়, বাড়িতেই মধ্যাহ্নভোজে ভাই মাকে পাশে নিয়ে সারলেন খাওয়া দাওয়া, পাতের পাশে ছিল রসগোল্লাও

বলিউডের(Bollywood) অন্যতম খ্যাতনামা তারকা সালমান খান(Salman Khan)। তবে ছবির কাজ না থাকলে বেশিরভাগ সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে দেখা গেছে তাকে। তবে এবার আরেক ছবি সামনে এলো তার। ভাই আরবাজ খান(Arbaz Khan) এবং হেলেনকে নিয়ে দুপুরের খাবার খেতে ব্যস্ত দাবাং খান। পাঁচতারা হোটেলে নয়, বাড়িতেই সারলেন মধ্যাহ্নভোজ।

কিন্তু গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট এদিনে খাবারে ছিল রকমারি খাবার। আর তার মধ্যে ছিল বাঙালি খাবার। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে সেই ছবি। একেবারে সাদামাটা পোশাকে রয়েছেন দুই ভাই। আর অতি সাধারণ সালোয়ার কামিজে রয়েছে হেলেন। একাউন্ট থেকে ভাইরাল হয়েছে এই ছবি। খাবার পাতে রয়েছে ডাল, মাছ, সবুজ সবজি এবং রসগোল্লা।

ছবি ভাইরাল হতেই একজন মন্তব্য করেছেন,’ মা-বাবার সঙ্গে থাকা ভাগ্যবানদের কপালেই জোটে’। বার অন্য একজন লিখেছেন,’ পাঁচ তারা হোটেলের থেকে খাবারদাবারের আয়োজন বাড়িতেও কিছু কম হয়নি’। মোটকথা পরিবারের সকলের সঙ্গে খাওয়াদাওয়া এবং সুন্দর মুহূর্তের ছবি আসতেই চোখ জুড়িয়েছে ভক্তদের। তার মধ্যেও যদিও নিন্দুকরা বলেছেন, ‘খাবার খাচ্ছেন এটা নিয়ে এত আলোচনার কি আছে’।

সম্প্রতি পাঠান ছবিতে ক্যামিও চরিত্র দেখা গেছে সালমানকে। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার দীর্ঘ প্রতীক্ষিত প্রজেক্ট টাইগার থ্রি। সেখানে আবার শাহরুখকে দেখা যাবে ক্যামিও হিসেবে। পাশাপাশি ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতেও দেখা যাবে তাকে। সেখানে পূজা হেগড়ের সঙ্গে কাজ করেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Back to top button

Ad Blocker Detected!

Refresh