জাস্ট এ মিনিট সলমন….”, সলমনকে পিছুডাক মমতার! কেনো ডাকলেন তিনি? জানলে অবাক হবেন
শুরু হয়ে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সাজো সাজো রব শহর জুড়ে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহের শেষ নেই। তারই মধ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে ভাইজানের উপস্থিতি যেন এক অন্য মাত্রা যোগ করেছে। ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ সূচনায় যেনো চাঁদের হাট। যার মধ্যমণি নিঃসন্দেহে সলমন খান।
কিফে অল ব্ল্যাক লুকে রীতিমতো দর্শকদের নজরকাড়া সলমন খান। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায় উদ্বোধনী বক্তৃতায় সলমনকে কলকাতায় স্বাগত জানালেন। প্রথমে সংবর্ধনা পর্ব শেষ হতেই অরিজিৎ সিং এর গাওয়া চলচ্চিত্র উৎসবের থিম সং শুরু হয়। তারপরে এই অনুষ্ঠানের সঞ্চালক তৃণমূল বিধায়ক জুন মালিয়া সলমনকে বলেন, “ভাই (সলমন) এই গানে আপনি খুব মাথা নাড়ছিলেন, যদি একটু…”।
সঙ্গে সঙ্গেই নাচের জন্য উঠে দাঁড়ালেন ভাইজান। এরপরে মমতার দিকে হাত বাড়িয়ে দেন তিনি। যদিও নাচতে রাজি নন মমতা। একপ্রকার জোড়াজোড়িতেই উঠে আসতে বাধ্য হলেন তিনি। করতালিতে ভরে উঠে নেতাজি ইন্ডোর। এদিন অনুষ্ঠানের মঞ্চে বেশ মজা করতে দেখা যায় সলমনকে। তিনি বলেন, “কেমন আছো কলকাতা?” একেবারে খাঁটি বাংলায়। কখনো বাংলার জনসংখ্যা, আবার কখনো কিফকে নাকি কিস পড়ে হয়রান হওয়া নিয়ে মশকরা করলেন ভাইজান।
আরও পড়ুন : গোয়া ট্রিপে দেবচন্দ্রিমা!”এতো টাকা আসে কোথা থেকে?” কটাক্ষের প্রশ্ন নেটিজেনদের
মমতার কালীঘাটের বাড়িতে একবার এসেছিলেন সলমন খান। তাঁর থেকেও ছোট বাড়িতে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী? দেখে অবাক হন ভাইজান। তবে এদিন কিফের অনুষ্ঠান সেরে বেরিয়ে যাওয়ার সময় সলমনের পিছু ডাকেন তিনি। নেতাজি ইন্ডোরের ভিআইপি এক্সিটের কাছে দাঁড়িয়েবলেন, “জাস্ট এ মিনিট সলমন…. বলেছিলাম না, আমার সব বাঙালি মেয়েরা তোমার সঙ্গে একটু ছবি তুলতে চায়”।
এরপর শ্রাবন্তী, কৌশানি, ইমন সহ আরোও টলিউডের কলাকুশলীরা ছবি তুলতে শুরু করেন সলমনের সঙ্গে। সলমনের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন ইমন। ক্যাপশনে তিনি লিখেছেন, “কি লিখবো বুঝতে পারছি না… আই লাভ ইউ সলমন”। শ্রাবন্তী এদিন ধরা দিলেন শিমারি শাড়িতে। লাল শিফন ট্রান্সপারেন্ট শাড়িতে দেখা গেলো কৌশানিকে। সকলেই এদিন সলমনের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন।