টলিউড

‘পাতে না দেওয়ার মতো…’, শিল্পী হিসেবে খুশি নন! নিজেকে শিল্পী হিসেবে শূন্য দিতে চান গায়িকা ইমন চক্রবর্তী, হঠাৎ কেন এমন বললেন তিনি?

বাংলার জনপ্রিয় এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন ইমন চক্রবর্তী। ২০১৬ সালে ‘প্রাক্তন’ সিনেমার ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন ইমন। এরপর তাকে আরও ঘুরে তাকাতে হয়নি। মাত্র ৮ বছরের ক্যারিয়ারে তিনি অসংখ্য গান গেয়েছেন এবং দর্শকের মন জয় করে নিয়েছেন। যতদিন এগোচ্ছে ইমনের আরো নতুন নতুন প্রতিভা ফুটে ওঠে দর্শকদের সামনে। শুধুমাত্র গান নয় সমানভাবে নাচ এবং অভিনয় পারদর্শী ইমন।

কিন্তু তারপরেও ইমন শিল্পী হিসেবে খুশি নন। সাক্ষাৎকারে জানালেন তিনি ইমন বলেন, “যদি অ্যাওয়ার্ড পাওয়ার কথা বলা হয়, তবে অ্যাওয়ার্ডের ঝুলি কিন্তু আমার বেশ ভারি। কিন্তু একজন সঙ্গীতশিল্পী বা পারফর্মার হিসেবে আমি অনেকটাই পিছিয়ে। আমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে।”

কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় গানের রিয়েলিটি শো সারেগামাপা। সেখানে মেন্টর হিসেবে আমরা সকলেই ইমন কে দেখতে পেয়েছিলাম।

Back to top button

Ad Blocker Detected!

Refresh