‘৭-৮ টা ডিভোর্সের খোরপোশের টাকা পেলেই এই গাড়িটা আপনি কিনতে পারবেন’! রোলস রয়েসের পাশে ছবি তুলে তীব্র কটাক্ষের সম্মুখীন শ্রাবন্তী চট্টোপাধ্যায়
টলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী বললেই উঠে আসে তার নাম। কারণ ব্যক্তিগত জীবনের নানান সিদ্ধান্তের জন্য সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক তৈরি করতে দেখা গিয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। তবে এবার সোশ্যাল মিডিয়ার পাতায় আপাত দৃষ্টিতে একটি অতি সাধারণ ফটো পোস্ট করলেও আরো একবার নতুন করে সমালোচনার সম্মুখীন হতে হল টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে।
প্রসঙ্গত এদিন অভিনেত্রী যে ফটোটি পোস্ট করেছেন সেখানে তাকে একটি বিলাসবহুল রোলস রয়েস গাড়ির পাশে দাঁড়িয়ে দরজা ধরে ফটো তুলতে দেখা গিয়েছে, ক্যাপশন এর মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন আগে আমাদের সাহসী হয়ে উঠতে হবে স্বপ্ন দেখার জন্য এবং তারপরে সেই স্বপ্নকে আমাদের পূরণ করতে হবে। বলাই বাহুল্য তার এই ছবিটিকে মোটেও ভালোভাবে নেননি নেট দুনিয়ার বাসিন্দাদের একটি বড় অংশ। ফলস্বরূপ ব্যক্তিগত আক্রমণের শিকার হতে দেখা গিয়েছে অভিনেত্রীকে ছবিটির কারণে।
অনেকেই জানিয়েছেন অভিনেত্রী একাধিক ডিভোর্সের খোরপোশের টাকা থেকে, এ ধরনের বিলাসবহুল গাড়ি কিনতে সক্ষম হবেন। তবে এদিন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী কমেন্টের মাধ্যমে অভিনেত্রীকে জানিয়েছেন গাড়িটি কিনে ফেলতে, তাহলে তারা একসঙ্গে ঘুরতে যেতে পারবেন। তবে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার বিতর্কের পাল্টা কোন উত্তর দিতে দেখা যায়নি অভিনেত্রীকে।
View this post on Instagram