‘সিপিএমের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি’! বিজেপি-ত্যাগী অভিনেতাদের সিপিয়েমে যোগদান করার বিরোধিতায় এবার দল ছাড়ার সিদ্ধান্ত অভিনেত্রী শ্রীলেখা মিত্রের
টলিউডের মুষ্টিমেয় যেসকল অভিনেতা-অভিনেত্রীরা প্রকাশ্যে বামপন্থাকে সমর্থন করে থাকেন এবং সক্রিয়ভাবে সিপিএম দলের হয়ে প্রচার চালানজ তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য অভিনেত্রী হলেন শ্রীলেখা মিত্র। ভোটের সময় তীব্র আক্রমণ সহ্য করেও অভিনেত্রী কিন্তু লাগাতার প্রচার চালিয়ে গেছেন এই বাম দলের হয়ে।
তবে এবার প্রকাশ্যে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এর মাধ্যমে শ্রীলেখা সকলকে চমকে দিয়ে জানালেন তিনি সিপিএমের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।প্রসঙ্গত এর আগে আরেক বাম সমর্থক এবং অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় পোষ্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তিনিও সিপিএমকে ত্যাগ করার কথা ভাবছেন।
প্রসঙ্গত সম্প্রতি সিপিএমের একটি মিছিলে দেখা গিয়েছে বিজেপির একদা সক্রিয় কর্মী এবং টলিউডের অভিনেতা-অভিনেত্রী অনিন্দ্য পুলক ব্যানার্জী এবং রুপা ভট্টাচার্যকে। বলাই বাহুল্য প্রাক্তন বিজেপির কর্মীদের দলে ঠাঁই পেতে দেখেই ব্যাপক চটেছেন শ্রীলেখা এবং রাহুল।
এদিন শ্রীলেখা সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে জানান তার কাছেও বিভিন্ন সময় বিভিন্ন দল থেকে রাজনৈতিক অফার এসেছিল, কিন্তু তিনি কখনই সেগুলিকে গ্রহণ করেননি। পাশাপাশি অভিনেত্রী আরও লিখেছেন প্রাক্তন বিজেপি কর্মী যারা সিপিএমে যোগদান করেছেন তাদের সঙ্গে কখনোই তিনি এক মঞ্চে দাঁড়িয়ে মঞ্চ শেয়ার করবেননা। তার থেকে বহু অপমান এবং দুঃখ নিয়ে দল ছাড়বেন, এমনটাই মত শ্রীলেখার।
বলাই বাহুল্য রাহুলের পরে শ্রীলেখার এই পোস্টে চরম শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিপিআইএমের উচ্চ নেতৃত্ব এবার কি সিদ্ধান্ত নেন সে দিকেই তাকিয়ে আছেন নেটিজেনরা।