টলিউডের অন্যতম প্রথম সারির অভিনেতা হলেন সোহম চক্রবর্তী। একেবারে ছোট বয়স থেকেই অভিনয় জগতের সঙ্গে তার পরিচয়। এখন সে টলিউডের হিরো। ১৯৮৮ সালে ‘ছোট বউ’ দিয়েই তার অভিনয় জীবনের পথচলার শুরু। এই ছবিতে তার সংলাপ , “ঠাম্মা একটু হরলিক্স দেবে চেটে চেটে খাবো” এটি তুমুল জনপ্রিয় হয়েছিল দর্শকমহলে। শিশু শিল্পী হিসেবে তার পরিচিতি এসেছিল মানুষের মধ্যে। সত্যজিৎ রায় পরিচালিত ‘শাখা-প্রশাখা’য় তার পরিচিতি বেড়েছিল অনেকটাই।
এরপর ‘প্রেম আমার’ ছবিতে পায়েল সরকারের বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল দর্শকদের মধ্যে। এছাড়াও ‘বোঝেনা সে বোঝেনা’, ‘অমানুষ’, ‘শুধু তোমারই জন্য’র মত একাধিক ছবিতে অভিনয় করেছেন। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক জনপ্রিয় বাংলা সিনেমায় অভিনয় করে গেছেন তিনি। একাধিক ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।
তবে এই অভিনেতার জীবনে প্রেম একবারই এসেছে। তিনি হলেন তার স্ত্রী তনয়া পাল। ২০১২ সালে তনয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সোহম। বর্তমানে তাদের দুটি সন্তান। তবে অনেকেরই ধারণা আছে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল তার। একেবারেই ভুল ধারণা সেটি। প্রায় ছয় বছর সম্পর্কে থাকার পর তনয় এবং সোহম ঠিক করেছিলেন একসাথে জীবন কাটানোর। বর্তমানে তারা দুই সন্তানকে নিয়ে বেশ ভালই রয়েছেন।