Jobs

এয়ারপোর্টে ৩০০ বেশি শূন্যপদে কর্মী নিয়োগ, পদের নাম এবং যোগ্যতা সহ সমস্ত তথ্য বিস্তারিত জেনে নিন #10

চাকরি প্রার্থীদের জন্য আবারও রয়েছে এক চাকরির সুবর্ণ সুযোগ। Airports Authority of India (AAI) এর পক্ষ থেকে বিভিন্ন পদে ৩০০ টির বেশি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বিস্তারিত বিস্তারিত বিবরণ নীচে দেওয়া হলো।

Advertisement No. 03/2023

নিয়োগকারী সংস্থা – Airports Authority of India (AAI)

মোট শূন্যপদের সংখ্যা – ৩৪২ টি

অফিসিয়াল ওয়েবসাইট – www.aai.aero

পদের নাম – এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো –

  1. Junior Assistant (Office) – 9
  2. Senior Assistant (Accounts) – 9
  3. Junior Executive (Common Cadre) – 237
  4. Junior Executive (Finance) -66
  5. Junior Executive (Fire Services) – 3
  6. Junior Executive (Law) -18

শূন্যপদের সংখ্যা – এখানে সব মিলিয়ে মোট ৩৪২ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নীচে দেওয়া হলো –

শিক্ষাগত যোগ্যতা –

বয়সসীমা – এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ০৪.০৯.২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে Junior Executive পদের জন্য সর্বোচ্চ বয়স ২৭ বছর চাওয়া হয়েছে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন –

আবেদন প্রক্রিয়া (Apply Process)

আগ্রহী প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য AAI এর অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero এ গিয়ে CAREERS অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ০৫.০৮.২০২৩ তারিখ থেকে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

  • লিখিত পরীক্ষা
  • কম্পিউটার টেস্ট
  • ডকুমেন্ট ভেরিফিকেশন

আবেদন মূল্য (Application Fees)

এখানে আবেদন করার জন্য ১০০০/- টাকা আবেদন মূল্য দিতে হবে। SC/ST/PWD প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না। আবেদন মূল্য জমা করতে হবে অনলাইন আবেদন করার সময় অনলাইনের মাধ্যমে।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ০৫.০৮.২০২৩ অর্থাৎ ৫ আগস্ট, ২০২৩ তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০৪.০৯.২০২৩ তারিখ অর্থাৎ ৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশন – Download

Back to top button

Ad Blocker Detected!

Refresh