মাধ্যমিক পাশে আয়ুর্বেদ সংস্থায় বিভিন্ন পদে চাকরি, অনলাইনে আবেদন করুন | AIIA Madhyamik Pass Recruitment #1
BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED বা সংক্ষেপে BECIL এর তরফে 4 টি বিভিন্ন ধরনের শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রার্থীদের সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। পোস্টিং দেওয়া হবে দিল্লির All India Institute of Ayurveda (AIIA) তে। নিয়োগের ব্যাপারে বিশদভাবে জানতে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
নোটিশ নং- F.No.Z-50/10/2021 AIIA/952
নোটিশ প্রকাশ – 26/06/2023
(1) পদের নাম- কার্পেন্টার / Carpenter
শূন্যপদ- মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- নূন্যতম দশম শ্রেণী পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ITI সার্টিফিকেট থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম- দিল্লী সরকারের স্ট্যান্ডার্ড অনুযায়ী বেতন দেওয়া হবে প্রার্থীদের।
(2) পদের নাম- ম্যাসন / Mason
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- নূন্যতম দশম শ্রেণী পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ITI সার্টিফিকেট থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- এই পদের জন্য 42 বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন করতে পারেন।
বেতনক্রম- দিল্লী সরকারের স্ট্যান্ডার্ড অনুযায়ী বেতন দেওয়া হবে প্রার্থীদের।
(3) পদের নাম- সাফাই কর্মী / Sewer Man
শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- নূন্যতম দশম শ্রেণী পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ITI সার্টিফিকেট থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- এই পদের জন্য 35 বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন করতে পারেন।
বেতনক্রম – দিল্লী সরকারের স্ট্যান্ডার্ড অনুযায়ী বেতন দেওয়া হবে প্রার্থীদের।
(4) পদের নাম- পেন্টার / Painter
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- নূন্যতম দশম শ্রেণী পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ITI সার্টিফিকেট থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- এই পদের জন্য 42 বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন করতে পারেন।
বেতনক্রম – দিল্লী সরকারের স্ট্যান্ডার্ড অনুযায়ী বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি- এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। লোকাল এবং অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগ করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- এখানে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.becil.com এই ওয়েবসাইটে গিয়ে ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য- এখানে আবেদন করার জন্য UR, Women এবং OBC দের 885 টাকা এবং বাকি প্রার্থীদের 531 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
আবেদনের তারিখ- 17.07.2023 তারিখের মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।