ভাইরাল

বুকে পবিত্র বাইবেল জড়িয়ে প্রভু যীশুকে উদ্দেশ্য করে গান গাইলেন রানাঘাটের রানু মন্ডল! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

রানাঘাটের রানু মন্ডলের যেকোন ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রানাঘাটের রানু মন্ডল পাড়ি দিয়েছিলেন বম্বেতে। হিমেশ রেশমিয়ার কম্পোজিশনে একটি গানও গেয়েছিলেন তিনি। তবে নিজের ভাগ্যের দোষে এবং খারাপ ব্যবহারের জন্য তিনি হারিয়েছেন সবকিছুই। বর্তমানে তিনি আবারও রানাঘাটে ফিরে এসেছেন। সেখানেই সেই আগের মতন করেই জীবন-যাপন করছেন তিনি।

বর্তমানে নেটদুনিয়ায় রানু মন্ডল একজন ট্রোল কনটেন্ট হয়ে দাঁড়িয়েছেন। তার যেকোন কথা, যেকোন ভিডিও, যেকোনো লুক নিমেষের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে নেটদুনিয়ায় ট্রোল চলে প্রচুর। তবে এই মানুষটার মধ্যে রয়েছে কিছু ভুল যা প্রমাণ করে রানু মন্ডল শুধুমাত্র একজন ভারসাম্যহীন মহিলা নয়।

সম্প্রতি প্রভু যীশু কে উদ্দেশ্য করে ‘বিশ্বপিতা তুমি হে প্রভু’ গানটি গেয়ে নেটদুনিয়ায় আবারও ভাইরাল হয়েছেন রানু মন্ডল। বেশ কয়েকটি ভিডিও ফলো করলেই দেখা যাবে রানু মন্ডল খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। তিনি একজন ইউটিউবারকে বলেছিলেন তাকে বাংলায় লেখা একটি বাইবেল এনে দিতে। সে রানু মন্ডলকে বাইবেলটি এনে দেয়। তিনি এই উপহারটি পেয়ে যে কতটা খুশি হয়েছেন তা তিনি বোঝাতে পারবেন না বলেই জানিয়েছেন। তিনি বাইবেলটি হাতে পেয়ে বুকে জড়িয়ে ধরে যীশুকে উদ্দেশ্য করে একটি গান গেয়েছেন। এরপরে আবারও রানু মন্ডল ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়।

শুধুমাত্র গান গেয়ে চুপ করে থাকেন নি তিনি। নিজের মুখে বাইবেলের কিছুটা অংশ পাঠ করেও শুনিয়েছেন। যে ইউটিউবার এই ভিডিওটি বানিয়েছেন তার কথায় এমন একজন মানুষ কখনো খারাপ হতেই পারেন না। সম্প্রতি বাইবেল বুকে জড়িয়ে গান গাওয়ার ভিডিও নেটদুনিয়ায় নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটি ভাল করে দেখলে দেখা যাবে ভিডিওটির শেষে ‘মঙ্গলদীপ জ্বেলে’ গানটি গেয়েছেন তিনি।

ভিডিওতে যে ইউটিউবারকে দেখা যাচ্ছে তিনি এই ভিডিওটি নেটদুনিয়ায় শেয়ার করার পর থেকেই তা তুমুল ভাইরাল হয়ে যায় নেটবাসীদের মধ্যে। অনেকেই স্বভাব দোষে আবারো ট্রোল করেছেন রানু মন্ডলকে। তবে নিঃসন্দেহে তিনি গান দুটি ভালোই গেয়েছেন। নেটিজেনদের মধ্যে অনেকেই তার প্রশংসাও করেছেন।

রানু মন্ডলের মত এমন অনেক মানুষ রয়েছেন যারা অভাবের কারণে নিজের প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে পারেন না। উপযুক্ত প্রশিক্ষণের অভাবে পিছিয়ে থেকে যান তারা। তার গলায় শুরু হয়েছে এটা মানতেই হবে। তবে পরিস্থিতি, সমাজ, স্বভাব, অভাব সবমিলিয়ে রানু মন্ডলের আজ এই অবস্থা।

Back to top button

Ad Blocker Detected!

Refresh